মাওলানা জামিল আহমাদ ও রাশেদ বিন মুঈন রচিত ও সম্পাদিত 'প্রমিত উচ্চারণ আবৃত্তি উপস্থাপনা ও বক্তৃতার আধুনিক কলাকৌশল' বইটি আধুনিক পরিভাষায় আবৃত্তি ও উপস্থাপনা বিষয়ে একটি সহজবোধ্য সংকলন। এ বইটির দ্বারা ব্যাকরণের জটিল বিধির পরিবর্তে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে অতি সহজে প্রমিত উচ্চারণ, আবৃত্তি,বক্তৃতা ও উপস্থাপনা বিষয়ে পরিচ্ছন্ন ধারণা অর্জন করা সহজ হবে। মাদরাসার ছাত্রদের বাংলা ভাষার রাজনৈতিক জ্ঞান খুবই সীমিত। ফলে তারা বানান ও উচ্চারণের জটিলতা থেকে বাঁচতে পারেনা। আবৃত্তি বক্তৃতা ও উপস্থাপনার আধুনিক শৈলীটি আজো তাদের অধরাই রয়ে গেছে।
আশা করি, পুস্তকটি গভীর মনোযোগের সাথে পাঠ এবং যূথবদ্ধ অনুশীলন করলে তারাও এক্ষেত্রে বাংলাভাষা চর্চায় নিয়ত জনগোষ্ঠীর সংগে সমতালে পাল্লা দিয়ে অগ্রসর হতে পারবে। বরং হয়তো তাদেরকে ডিঙিয়েও যেতে পারবে।
মাওলানাদের এই পুস্তকটি দেখে আমার মনে হয়েছে আমাদের প্ররবর্তী প্রজন্ম বাংলাভাষার শৈল্পিক প্রকাশভঙ্গীতে ঈর্ষণীয় সফলতার স্বাক্ষর রাখতে পারবে। মাদরাসার ছাত্ররা তো বটেই স্কুল কলেজের ছাত্ররাও এ বইটি দ্বারা উপকৃত হবে বলে আমার বিশ্বাস।