বাংলায় বিশ্বকোষ রচনারপথিকৃৎ ফেলিক্স কেরি। আরও কিছু বিশিষ্ট মানুষ এই পথেপদচারণা করলেও বাংলা ভাষায়বিশ্বকোষ রচনার প্রথম পূর্ণাঙ্গপ্রয়াস নগেন্দ্রনাথ বসুর। বাইশ খণ্ডে সম্পূর্ণ বিশ্বকোষটি প্রকাশিত হয় বিংশ শতাব্দীর প্রথম দশকে। পরবর্তীতে বিশ্বকোষ রচনার আরও সব সার্থক উদ্যোগ থাকলেও বাংলা ভাষায় চিকিৎসাবিদ্যক বিশ্বকোষ বা মেডিকেল এনসাইক্লোপিডিয়া ছিল না একটিও। সেই অভাব পূরণে ডা. নৃপেন ভৌমিকের ‘চিকিৎসাবিজ্ঞানকোষ’ নিঃসন্দেহে পরিশ্রমসাধ্য, জরুরি একটি প্রয়াস।এই গ্রন্থে বিষয়গুলি সাজানো হয়েছে বাংলা বর্ণানুক্রমে। নবনির্মিত বাংলা পরিভাষার পাশে বন্ধনীভুক্ত হয়েছে পরিচিত ইংরেজি পরিভাষাও। অচিকিৎসক সাধারণ পাঠকেরা যেমন উপকৃত হবেন, তেমনই চিকিৎসকদের কাছেও গ্রন্থটি প্রয়োজনীয়। চিকিৎসাবিদ্যার ছাত্রছাত্রী, নার্সিং ছাত্রছাত্রী ও পরা-চিকিৎসা কর্মীদেরও কাজে আসবে এই গ্রন্থ।‘চিকিৎসাবিজ্ঞানকোষ’ সব ধরনের পাঠকের কাছেই একটি মূল্যবান সংগ্রহ।