ভারতবর্ষের ইতিহাসে মােগল শাসনপর্ব নানা দিক থেকেই আকর্ষণীয়। মােগল ইতিহাস রচনার আকর সূত্রের মধ্যে কয়েকজন মােগল বাদশাহর আত্মজীবনী এবং সমকালীন লেখকদের লেখা কোনাে কোনাে বাদশাহের জীবনচরিত বিশেষ গুরুত্বপূর্ণ। এদিক থেকে ভারতে মােগল শাসন প্রতিষ্ঠার সূচনাপর্বের ইতিহাস জানার দ্বার উদঘাটন করেছিলেন সম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবুরের মেয়ে এবং বাদশাহ হুমায়ুনের বােন গুলবদন বেগম। এই বিদুষী মােগল কন্যা তাঁর ভ্রাতুস্পুত্র মহান মােগল সম্রাট আকবরের উৎসাহে লিখেছিলেন জীবনী গ্রন্থ ‘হুমায়ুননামা’। এই গ্রন্থে গুলবদন বেগম নিজের স্মৃতি আর আনুষাঙ্গিক সূত্র ব্যবহার করে সম্রাট বাবুরের সংগ্রামমুখর জীবন, এবং নানা ঘাত প্রতিঘাতের মধ্যদিয়ে ভারতে মােগল অধিকার প্রতিষ্ঠার ইতিহাস সুনিপুণভাবে বিবৃত করেছেন। এই পর্বটি ছিল হুমায়ুননামার আখ্যানভাগ। গুলবদন বেগমের স্মৃতিতে সবচেয়ে জীবন্ত ছিল বাদশা হুমায়ুনের জীবনকাল। হুমায়ুন খুব সুস্থিরভাবে সাম্রাজ্য পরিচালনার সুযােগ পাননি। নানামুখি সংকটের মধ্যদিয়ে তাকে অগ্রসর হতে হয়েছে। প্রায় সারাটি জীবনই তিনি সংঘাতময় সময় অতিক্রম করেছেন। হুমায়ুননামার পাতায় সেসব জীবন্ত করে তুলেছেন গুলবদন বেগম।