আধুনিক চিকিৎসা বিজ্ঞানের চরিত্র, তার সাফল্য ও ব্যর্থতা ইত্যাদি নিয়ে বাগবিতণ্ডা বিস্তর। চিকিৎসার অঙ্গনে রোগীর অভিজ্ঞতা বিচিত্র, চিকিৎসা চালাতে গিয়ে ডাক্তারের মনেও হাজার প্রশ্ন। রোগী নিজেকে প্রবঞ্চিত মনে করতে পারেন, আবার ডাক্তারেরও মনে হতে পারে তাঁকে ঠকানো হচ্ছে। দেশে আধুনিক ডাক্তারির চলনে কী এবং কতটা ভাল, কোনটা, কতটা মন্দ – সেসব নিয়ে আছে নানা প্রশ্ন। আধুনিক ওষুধপত্রের সদ্ব্যবহার যেমন আছে তেমনি আছে লাগামছাড়া ব্যভিচার। প্রযুক্তির সুপ্রয়োগের চেয়ে প্রভাবশালী প্রযুক্তিবিলাস। একই কথা ডাক্তারি পরিসংখ্যান নিয়েও। তার সঙ্গে প্রশ্ন, স্বাস্থ্যবিমা না সর্বজনীন স্বাস্থ্য? মুক্ত বাজারের হাতে স্বাস্থ্য না স্বাস্থ্যের জাতীয়করণ? প্রশ্নগুলোর উৎস খুঁজতে গেলে চলে আসবে ডাক্তারি দর্শনের দারিদ্র্য। স্বাস্থ্যের ধারণা, চিকিৎসার সঙ্গে তার ফারাক, রাষ্ট্রের ভূমিকা, বাজারকে গ্রহণ ও বর্জন ইত্যাদি বিষয়ে একদিকে অস্পষ্টতা এবং অন্যদিকে এ সব বিষয়ে ওয়াকিবহাল তর্কের অভাব। নিকট থেকে পাওয়া অভিজ্ঞতা ও বিশ্ব-বিদ্যাচর্চার জগৎ থেকে সংগৃহীত তথ্যের সহযোগে ‘স্বাস্থ্য নিয়ে বাদবিসংবাদ’ পাঠকের সামনে তুলে ধরেবাস্তব জগতের সর্বাপেক্ষা জটিল অথচ সবচেয়ে জরুরি এক বিতর্ক।