লকডাউনের স্থবির আঁধার একেবারে বন্ধ্যা সময়ের জন্ম দেয়নি। প্রতিরাতের অন্ধকার ভেঙে কবি তুলে এনেছেন উজ্জ্বল শব্দ। সেই শব্দ বেজে উঠেছে মানুষের হৃদয়ে। কুড়ি সালের অন্ধকার বসন্ত কবির কলমে স্বপ্নসম্ভবা। ছন্দে গেঁথেছেন শব্দ, মৃত্যু, আতঙ্ক এবং সর্বোপরি স্বপ্ন। ‘পৃথিবীকে যদি ঢেকে দেয় কালো চাঁদ/ আকাশ না পেয়ে মেঘেরা নীরবে কাঁদে/কান্নার রাতে কালো স্রোতে ভিজে তুমি/আমার জন্যে একাকী দাঁড়াবে ছাদে।’ মৃত্যু-আতঙ্কের মধ্যেও ভালোবাসার আহ্বান উজ্জ্বল ভোরের কথা বলে, স্বপ্নের ইঙ্গিত দেয়, এভাবেই কবি ঘোষণা করেন-তিনি স্বপ্নবাজ, তিনি স্বপ্নের ফেরিওয়ালা। ভয়াবহ প্রাকৃতিক দুর্ধ্যেোগের মধ্যেও থেমে নেই সাম্প্রদায়িক সংঘাত। কবি লেখেন, ‘একদিন আমি ভুল করে জল-কলসিতে রেখেছি পানি/হায় হায় এ-কী!/মৃত্যুকে দিই আমিই তো উস্কানি/খুব গোপনে দিইনি কি আমি মৃত্যুকে হাতছানি?/এরপরে ফের সেই একই ভুল/ পনির পাত্রে খুব যতনে রেখেছি ঠাণ্ডা জল/সারা দেশে জ্বলে উঠেছে আগুন, আগুন দাবানল।’ এভাবে কবি প্রতিদিন তুলে ধরেন আমাদের যাপিত পৃথিবীকে।