এক আমেরিকান অ পেয়ার তরুণী মেক্সিকো সিটিতে গিয়ে কোনো চিহ্ন না রেখেই অদৃশ্য হয়ে গেল। তার কেস নিয়ে কেউ মাথা ঘামাল না কিন্তু এর পরিণাম হলো ভয়াবহ। এ ঘটনার এক দশক বাদে লস এঞ্জেলেস শহর কেঁপে উঠল একের পর এক নির্মম খুনখারাবিতে। মনোবিজ্ঞানী নিকি রবার্টসের একটা সম্পর্ক খুঁজে পাওয়া গেল এসব ভিক্টিমের সঙ্গে। কিন্তু নিজেকে নির্দোষ দাবি করল নিকি। এর কয়েকদিন পরে সে নিজেই হামলার শিকার হলো। কিন্তু পুলিশ বিশ্বাস করছে না নিকির কথা। বাধ্য হয়ে সে এক প্রাইভেট ডিটেকটিভকে ভাড়া করল নিজেকে নির্দোষ প্রমাণের জন্য। শখের গোয়েন্দাটি তদন্ত করতে গিয়ে সরাসরি খোঁচা দিলো ভিমরুলের চাকে। লস এঞ্জেলেসের খুনের ঘটনার সঙ্গে মেক্সিকো সিটিতে নিখোঁজ হওয়া মার্কিন তরুণীর একটা লিঙ্ক পেয়ে গেল সে। তারপর ঘটতে শুরু করল ভয়ানক সব ঘটনা। এক অদৃশ্য প্রভাবশালী ব্যক্তি নিকি রবার্টসকে জড়িয়ে ফেলল তার ভয়ংকর খেলায়। নিকি এমন কিছু বিষয় জেনে ফেলেছে যে নিষ্ঠুর এক খুনি যেকোনো মূল্যে তাকে চিরতরে চুপ করিয়ে দিতে মরিয়া হয়ে উঠল। বইটিতে সাসপেন্স আর থ্রিলের একের পর এক মোচড় আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখবে...