নেতাজি সুভাষচন্দ্র বসু-র জন্মদিন ২৩ জানুয়ারি শুরু হয় রিয়্যালিটি শো ‘সিকন্দর’। ফিল্মস্টার কনিষ্ক কিংবা আবৃত্তিশিল্পী ঐন্দ্রিলার মতো সেলেব্রিটিদের পাশাপাশি জনজীবন থেকে উঠে আসা প্রতিবাদী শিক্ষিকা এলিজাবেথ, সাহসী যুবক শুভ্রাংশুও জায়গা পায় ‘জতুগৃহ’ নামের বাড়িতে। এখান থেকে পয়লা বৈশাখ দর্শকদের ভোটে নির্বাচিত হয়ে বেরিয়ে আসবেন বাংলার প্রথম ‘সিকন্দর’। সেই লড়াইয়ে যেমন অবাঙালি শিল্পপতি ললিত, সন্ন্যাসী সংযুক্তানন্দ কিংবা রাজনীতিবিদ মাখন আছেন, তেমনই সমাজকর্মী রাঙাজবা, অবাঙালি হয়েও বাঙালি বনলতা আর তথাকথিত ‘খারাপ মেয়ে’ লাভলিও আছেন। প্রতিযোগিতা ছাপিয়ে কোনও সম্পর্ক কি গড়ে ওঠে এদের মধ্যে? আদ্যন্ত কৌতুহলকর টানটান উপন্যাস। উপন্যাসের প্রতিটি চরিত্রের ভিতর দিয়ে দেখা যায় হেরে যাওয়া মানুষের বুকের পাঁজর আর জিতে ফেরা মানুষের গলার হার অনেকটা একইরকম। দেখা যায় সেই পৃথিবীকে, জেতা-হারার মাঝখানে যা ঘুরছে তো ঘুরছেই।