বইয়ের প্রথমেই আছে ঈশ্বরের চিঠি। এটি একটি চিঠি যেখানে ঈশ্বর আপনাকে কিছু বলছেন। আপনি যখন নিজেকে ক্ষুদ্র মনে করেন, হতাশায় নিমজ্জিত হন, কিংবা কী করবেন বুঝতে পারেন না তখন পাঠ করুন এই চিঠি। বুঝবেন নিজের মাহাত্ম, বুঝবেন আপনার কী আছে – কত বড় সম্পদশালী আপনি। এই চিঠি আপনাকে হতাশা থেকে উদ্দীপনায় নিয়ে আসবে। উপলব্ধি করতে শেখাবে নিজের মহত্ত্বকে। বারবার পড়ার দরকার হবে এটি। বারবার পড়ার ফলে এর প্রতিটি কথা আপনার মনে গেঁথে যাবে। – আর প্রতিটি শব্দ আপনাকে চালিত করবে নূতন জীবনের দিকে; হতাশা থেকে মুক্তি ঘটবে, আশা হবে আপনার চালিকা শক্তি।
এর পরই আছে নূতন জীবন শিরােনামের সাফল্য পাঠ। এটি একটি মন্ত্র, যা বারবার পাঠে নিজেকে আবিষ্কার করবেন এক নূতন জীবনে। পুরনো, ভুলে ভরা, বিপর্যস্ত জীবনকে পেছনে ফেলে এখান থেকে আপনি এক নূতন জীবন শুরু করবেন। এই মন্ত্র পাঠে পাবেন নূতন এক জীবন। কমপক্ষে তিরিশ দিন পাঠ করতে বলা হয়েছে এটি - যাতে এর প্রতিটি শব্দ গেঁথে যায় আপনার মনে। আর আপনার মন কাজ করতে থাকে এই নূতন জীবনের জন্য।