‘শুধু প্রেম শুধু তুমি' কাব্যগ্রন্থটি কবির অনেক রাত জেগে কয়েক বছরের সৃষ্টিকর্মের ফসল। অনেক ঝড় শিলাবৃষ্টি সহ্য করে কৃষক যেমন তার ফসল ঘরে তুলে একটি প্রাণবন্ত হাসি দেয়, তেমনি এই বইটি প্রকাশ হওয়ার পর থেকে কবি প্রশান্তির হাসি হেসে যাচ্ছে। চারপাশে যখন নিষ্ঠুরতার আঘাত মানুষকে একাকী করে তুলে, যখন কাছের মানুষ ছেড়ে চলে যায় তার ভালােবাসাকে- অপর পক্ষে অপরিচিত কোন যুবক যখন একজন যুবতীকে ভালােবেসে তাকে পাওয়ার ব্যকুলতায় জীবন বিসর্জন দিতে প্রস্তুত- ঠিক তখন কবিতাগুলাে তাকে দারুণভাবে সাহায্য করবে। রােমিও হাবিব নিজের কাব্যবিশ্বাসের উপর গভীর আত্মপ্রত্যয়ী। কবি জীবনের সুখ-দুখ-বেদনা স্বপ্নময়তায় কবিকে নির্মাণ করে চলেছে। কবি তার এই প্রেমের কাব্যগ্রন্থটি সৃষ্টি করেছেন তার সমস্ত অনুভূতি বিচ্ছুরিত করে সম্পূর্ণ পৃথক সহজ সরল ভাবে শব্দালঙ্কারের মাধ্যমে একেবারে নিজস্ব স্টাইলে। যে মানুষটি একটি হৃদয়ের অধিকারী অর্থাৎ যার হৃদয় আছে, ভালােবাসা আছে, প্রেম আছে- এই কাব্যগ্রন্থের কোন-না-কোন এক কবিতা তার অনুভূতিকে স্পর্শ করবেই।