পৃথিবীর প্রত্যেকটি মানুষ জীবনশিল্পী। সবার বুকের গভীরে থাকে এক অন্ধকার। শিল্পীর বুকে আঁধার! একটি অন্ধকারে মানুষ ব্যাথাপ্রাপ্ত কিন্তু ক্ষমাময়, প্রতিশোধহীন। এই অন্ধকারে মানুষ বেদনাবিধুর তবে নিভৃতে আক্রোশহীন এক আত্মাকে লালন করে। সব মানুষের বুকে একটি দুটি কবর থাকে। যা হয়তো কখনো বলা হয়নি। বলা হবে না। কোথাও আবার মানুষের বুকের অন্দরমহলে নষ্ট নগ্ন চেতনার বীভৎস আরেকটি অন্ধকার থাকে। জগতের সকল মন্দ এই মানুষগুলি দিয়েই ঘটে। “শিল্পীর বুকে আঁধার” কাব্যগ্রন্থটি মানুষের বুকের গহীনে এমনি এক দ্বৈত আঁধারের খোঁজ করে। কাব্যগ্রন্থটি এক প্রগাঢ় জীবনবোধের উপাখ্যান। কবিতাগুলি রচিত হয়েছে সত্য জীবনবোধ, স্বদেশ চিন্তা, সামসময়িক ঘটনাপ্রবাহ, প্রেম নির্জনতা, বিচ্ছেদ, ছিন্নমূল জনজীবন, অপার নিঃসঙ্গতা, মানুষের অন্তরের চিরায়ত দোলাচলবৃত্তি, যুগের সংকট এবং অনিবার্য মৃত্যুকে কেন্দ্র করে। কবিতা ছড়িয়ে পড়–ক দিকে দিকে। মানুষের হৃদয় হোক কবিতার মতো অনুপম সুন্দর।