দুর্গম, রুক্ষ আর বন্ধুর সব প্রান্তরে অজস্র বিনিদ্র রাত আর রক্ত-ঘামঝরা দিন কাটিয়েছেন বাংলার শান্তিরক্ষীরা। পরিবারের সঙ্গে বিচ্ছিন্নতা, পানি আর খাবারের কষ্ট, সশস্ত্র সন্ত্রাসীদের রক্তচক্ষু আর এইডস-ইবোলার ঝুঁকি সঙ্গী করে তাঁরা পথ চলেছেন। বিশ্বের দরবারে বাংলাদেশ ও দেশের জনগণের ভাবমূর্তি সমুন্নত রাখতে নিরলস পরিশ্রম এবং ত্যাগস্বীকার করে যাচ্ছেন তাঁরা। ইতিমধ্যে ৪ মহাদেশের ৪০টি দেশে ৫৪টি শান্তিরক্ষা মিশনে ১ লাখ ৪৪ হাজারেরও বেশি বাংলাদেশি শান্তিরক্ষী নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। দায়িত্ব পালন করতে গিয়ে শতাধিক শান্তিরক্ষী নিহত হয়েছেন, দুই শতাধিক শান্তিরক্ষী বরণ করেছেন পঙ্গুত্ব।
নানা দেশে দায়িত্ব পালন করেছেন এমন ৩১ জন শান্তিরক্ষীর অভিজ্ঞতার বয়ান এই সংকলনে অন্তভুর্ক্ত হয়েছে। রচনাগুলো আপনাকে নিয়ে যাবে বিশ্বের নানা জনপদ ও প্রান্তরে। আপনি বিস্মিত ও মুগ্ধ হবেন, দূর দেশের কোনো মানব-মানবীর জন্য হাহাকার করে উঠবেন কখনো কখনো।