বেগম রাজিয়া হােসাইন এর শব্দময় সুন্দর সহজ হৃদয়স্পর্শী উচ্চারণ অনন্য অনুভবে উজ্জ্বল। জীবনযুদ্ধের প্রতিটি মুহূর্তে শক্তি-সাহস ও বেচে থাকার উদ্যম এবং প্রয়াসে স্বতঃস্ফূর্ত তার কবিতা উপমা রূপক চিত্রকল্পে সমৃদ্ধ। উপলব্ধির হিরন্ময় ভাবনাগুলােকে তিনি কাব্যিক আবহে সাজিয়েছেন জীবনানুভূতির বিচিত্র রং ও আস্বাদে। প্রকৃতি, প্রেম, মানবতা ও জীবন-বাস্তবতার সুখ-দুঃখ, যন্ত্রণা-আনন্দ ক্ষোভের মধ্য থেকে তিনি নির্যাসের মতাে ছেকে নিয়েছেন কবিতা নির্মাণের শিল্প চেতনাকে-জীবনের কাছাকাছি এসেছেন, জীবনে জীবন যােগ করেছেন-ধাবমান জীবনস্রোতের গভীর দর্শনে। মানবজীবনে প্রতিনিয়ত ঘাত-প্রতিঘাত, আনন্দ-বেদনা, সুখ-দুঃখ, হাসি-কান্না তার চিন্তার অবিচ্ছেদ্য অঙ্গ। জীবনের কথা, সিঁড়ি ভেঙ্গে উপরে উঠার কথা তিনি তাঁর রচিত কথাসাহিত্যের মাধ্যমে তুলে ধরেছেন। ১৯৭১ সনে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে মানবেতর জীবন যন্ত্রণা এবং মুক্তিযােদ্ধাদের গৌরবগাঁথা “রক্তে ভেজা একাত্তর” গ্রন্থটিতে লেখক সুন্দরভাবে তুলে ধরেছেন। তথ্যবহুল এই বইটি আশা করি সবার ভাল লাগবে।