বিশ্বজুড়ে সমাজতান্ত্রিক ভাবনা সংকটে। এই দেশের একটি রাজ্যে তবু কায়েম থাকে কমিউনিস্ট দলের শাসন। সায়ন এই সময়ের ফসল। লেখাপড়ায় তার মন নেই। ক্রিকেট কোচের মতে সে ন্যাচারাল ফাস্ট বোলার। পার্টির দাদার বক্তব্য, সফল রাজনৈতিক কর্মী হওয়ার সকল গুণ তার মধ্যে বর্তমান। বিভ্রান্ত সায়নের চোখে প্রেম, ভালবাসা, অস্তিত্বের সংকট, সব মিলেমিশে একাকার হয়ে যায়। ক্রিকেট ছেড়ে রাজনীতিকেই অবলম্বন করে সে। ক্রমে পার্টির অ্যাকশন স্কোয়াডের নেতৃত্ব পায়। আরও দেড় দশক পরে পতন ঘটে পার্টির। প্রায় একই নীতি অবলম্বন করে নির্বাচন জেতে অন্য একটি দল। রাজনৈতিক গুন্ডা হিসেবে চিহ্নিত হয়েও কয়েকজন বন্ধুর দয়ায় জামিন পায় সায়ন। জীবনের অপরাহ্নে ফিরে আসে খেলার মাঠে কোচের পরিচয়ে। রাজনৈতিক পটপরিবর্তনের পরেও ময়দানে অপরিবর্তিত নিয়ন্ত্রণের রাজত্ব। তবু আর-একটা জীবনের খোঁজ চায় সে। ময়দান এই টালমাটাল যাত্রাপথের এক বৃত্তান্ত।