আমাদের মহান মুক্তিযুদ্ধ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেছেন ইমদাদুল হক মিলন। কখনও তাঁর উপন্যাসের বিষয় হয়েছে। একাত্তরের সেই ঘৃণিত স্বাধীনতা বিরােধীচক্র, রাজাকার। স্বাধীনতার বেশ কিছুকাল পর সাপের শীতনিদ্রা ভেঙে জেগে ওঠার মতাে যারা বিষাক্ত ছােবলে জর্জরিত করতে শুরু করেছে আমাদের প্রিয়তম মাতৃভূমি। গ্রাম বাংলার সরল সাধারণ মানুষ কীভাবে অনুপ্রাণিত হয়েছিল মুক্তিযুদ্ধে, কোন মন্ত্রবলে গ্রাম্য বালক শান্তিবাহিনীর চেয়ারম্যানের হাতে প্রাণ দেয়, তবু হদিস দেয় না মুক্তিযােদ্ধার! কেন কারও কারও মনে হয় স্বাধীনতা এক মুক্ত দুর্বিনীত কালাে ঘােড়া, যে থাকে কেবলই ধরা ছোঁয়ার বাইরে! কেন স্বাধীনতার অনেককাল পর কোনও কোনও মুক্তিযােদ্ধার মনে হয় মুক্তিযুদ্ধ এখনও শেষ হয়নি, আবার বুঝি অস্ত্র তুলে নিতে হয় হাতে, শুরু করতে হয় ঘরের শত্রুর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্ব! ইমদাদুল হক মিলনের মুক্তিযুদ্ধের উপন্যাস সমগ্র এমন এক অনুসন্ধানী আলাের উত্স, যে আলােয় নানা রকমভাবে উদ্ভাসিত হয়েছে। আমাদের স্বাধীনতা যুদ্ধ। দিবালােকের মতাে স্পষ্ট হয়েছে সেই আশ্চর্য সময়, উনিশশাে একাত্তর।