Authors:
শফিউদ্দিন তালুকদার
শফিউদ্দিন তালুকদার। জন্ম : ১৯৬৭ সালে। টাঙ্গাইল জেলার যমুনাপাড়ের গ্রাম জুঙ্গীপুরে। নদীর সাথে পাল্লা দিয়ে বেড়ে ওঠা বিচিত্র অভিজ্ঞতায় সংগ্রামমুখর ঋদ্ধ জীবন। বর্তমানে ভূঞাপুর সদরে বসবাস করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে মাস্টার্স। শমসের ফকির ডিগ্রি কলেজে অধ্যাপনা করছেন। তিনি বাংলা একাডেমি, বাংলাদেশ ইতিহাস পরিষদ, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ, ইতিহাস একাডেমির সদস্য। কবিতা দিয়ে সাহিত্যের জগতে অগ্রযাত্রা। শফিউদ্দিন তালুকদার স্থানীয় ইতিহাস, মুক্তিযুদ্ধ, ফোকলো ও আদিবাসী গবেষক হিসেবে ইতোমধ্যে দেশে-বিদেশে বেশ সুনাম কুড়িয়েছেন। তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ : স্বজনেরা ঘুমায় (১৯৯৯), বুকের সরোবরে (২০০০), ভূঞাপুরের জনজীবন ও সংস্কৃতি (২০০৪), মুক্তিযুদ্ধে ভূঞাপুর (২০০৭), বাংলাদেশের আদিবাসী মুক্তিযোদ্ধা (২০১০), একাত্তরের গণহত্যা : যমুনার পূর্ব-পশ্চিম (২০১১), টাঙ্গাইল জেলার লোককবি ও লোকসঙ্গীত (২০১২) প্রভৃতি।