মহাভারতের সংকলন পর্বকে বহু যুগ পিছনে ফেলে এসেও তার পাঠ এখনও জরুরি। ভারতীয় সমাজ যে এখনও কম-বেশি মহাভারতীয় ভাবনায় প্রত্যক্ষ বা পরোক্ষে প্রভাবিত, এই সত্য অস্বীকার করার উপায় নেই। এই বইয়ের দশটি নিবন্ধে নানা দৃষ্টিকোণ থেকে এই সত্যকেই কষ্টিপাথরের পরীক্ষায় ফেলা হয়েছে। মহাভারতকে দেখা হয়েছে সমসময়ের তাগিদে। মহাকাব্যের প্রাচীন শরীরের নিবিড় ব্যবচ্ছেদ করা হয়েছে সূক্ষ্মধার আধুনিক অস্ত্রে। মহাভারতের বিভিন্ন ঘটনার সূত্র ধরে আলোচিত হয়েছে আমাদের সমাজের অসম বণ্টন, লিঙ্গবৈষম্য, আমাদের দ্বন্দ্ব-বিদ্বেষ, ন্যায়-অন্যায়, প্রণতি-প্রতিবাদ। সাধারণভাবে আমরা পাণ্ডবদের চোখে মহাভারতকে দেখি। তাঁদের সুখ-দুঃখে আনন্দ-বেদনার অনুভব পাই। আজকের সমাজ-বাস্তবের প্রেক্ষিতে সে দেখা হয়তো যথেষ্ট নয়। তাই চিরাগত সংস্কারের বিপরীতে গিয়ে আলোচিত বিষয়গুলিকে যথাসম্ভব নৈর্ব্যক্তিকভাবে, উচ্চবর্গীয় ব্যাখ্যানের সমান্তরালে দেখার চেষ্টা হয়েছে—প্রশ্ন ও পরিপ্রশ্নের মাধ্যমে। ব্যাখ্যা করা হয়েছে ইতিহাস, রাজনীতি, অর্থনীতির বহুমুখী প্রেক্ষিতে। আশ্চর্য বার্তাবহ চিরসবুজ এই মহাগ্রন্থ।