মরণসাক্ষী: দুটি ট্রেন ছুটে চলেছে, পাশাপাশি। এমন সময় মিসেস এলস্পেথ ম্যাকগিলিকাডি দেখলেন, পাশের ট্রেনে এক মহিলাকে গলা টিপে খুন করছে এক লােক। খবরটা দিলেন কর্তৃপক্ষকে, কিন্তু কেউ বিশ্বাস করল না তার কথা। করবেই বা কেন? লাশের খোঁজ নেই, সন্দেহভাজন নেই, এমনকী নেই কোন দ্বিতীয় সাক্ষীও। অগত্যা বন্ধু মিস মাপলের শরণাপন্ন হলেন মিসেস ম্যাকগিলিকাডি। মিস মার্পল পড়লেন অথই জলে। আগে তাে লাশ খুজে বের করতে হবে, তারপর না খুঁজবেন সন্দেহভাজন, করবেন রহস্যের সমাধান পারবেন?
দোভাষী: শার্লকের যে একটা বড় ভাই আছে, জানেন? তার পর্যবেক্ষণক্ষমতা যে শার্লকের চেয়েও বেশি, তা জানেন? ওয়াটসন জানত না ।
বােহেমিয়ার কেলেঙ্কারি: এই সেই একমাত্র কেস, যেটিতে এক নারীর হাতে নাকানিচুবানি খেয়েছেন শ্রীমান শার্লক হােমস।
শার্লক-বিশেষজ্ঞরা বলেন, জীবনে একমাত্র এই নারীর প্রতিই অনুরাগের জন্ম হয়েছিল। হােমসের মনে।
অপ্রতিদ্বন্দ্বী শার্লক হােমস ও মিস মার্পলের জমজমাট চারটি রহস্যকাহিনী নিয়ে এবারের আয়ােজন।