বিদেশ ভ্রমণের মজাই আলাদা। সময় সুযােগ হলেই বেরিয়ে পড়ি নতুন দিগন্তে। সরকারী কর্মকর্তা হওয়ায় বিশেষ করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে দীর্ঘদিন চাকরি করার সুবাদে বিদেশ যাওয়ার অপার সুযােগ পেয়েছি। বিদেশ ভ্রমণকালে সফরের সবটুক সময় কাজে লাগানাের চেষ্টা ছিল আমার। ভ্রমণকালে সকাল কাজের ফাঁকে যখনই সময় পেয়েছি সেখানকার বিশেষ দর্শনীয় স্থান দেখার চেষ্টার ত্রুটি ছিল না আমার। শুধু দেখা না দেখার আনন্দ পাঠকদের সাথে শেয়ার করেছি সব সময়। বিদেশ ভ্রমণ শেষে সেখানকার বিশেষ দ্রষ্টব্য বিষয় নিয়ে দুই একটি অর্টিকেল লেখা আমার অভ্যাসে পরিণত হয়েছে।
এ সংকোলনটিতে পাঁচটি মহাদেশের পঁচিশটি দেশের চুরানব্বইটি পাচমিশেলী লেখা স্থান পেয়েছে। লেখাগুলােকে মহাদেশ ও দেশ ভিত্তিক সাজানাে হয়েছে। ফলে পাঠকগন দেশগুলাের বিশেষ দর্শনীয় বিষয় সম্পর্কে সাধারন ধারণা পাবেন। অনেকটা পুনঃউপস্থাপিত নতুনভাবে সাজানাে তথ্যবহুল আমার লেখাগুলাে পাঠকগনের পছন্দ হবে বলে আশা করি।