বাঙালির ভাষা ও সাহিত্যের প্রসঙ্গ আলোচিত হলে প্রথমেই যাঁর উল্লেখ অপ্রতিরোধ্য, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর জন্মের দেড় শতাধিক বছর পরে আজ প্রশ্ন ওঠে—কতটা প্রাসঙ্গিক তিনি আজ? অরুণ মিত্র বিংশ শতকের এক প্রধান কবি। তিনি যে একটি অতি উৎকৃষ্ট উপন্যাসও রচনা করেছিলেন তা কতজন পাঠক জানতেন? বাল্মীকি-রামায়ণকে ঘিরে আছে নানান চমক, সমস্যা, সংশয়। বাংলা কবিতার উন্মেষপর্বেই ছিল ভবিষ্যতের ইঙ্গিত। বাংলা ভাষার বানানে সংশয় নিরসনের চেষ্টা হয়েছে বারবার। সেই সংস্কার যজ্ঞের হোতা কলকাতা বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আর আনন্দবাজার পত্রিকা। তবু সংশয় রয়েছে আজও কিছু। উপলক্ষ, না উপলক্ষ্য? কোশ, না কোষ? ব্যাবহারিক, না ব্যবহারিক? কেমন হবে হাইফেন-এর ব্যবহার? বাংলায় প্রমিত ভাষা আর আঞ্চলিক ভাষার সম্পর্কটা ঠিক কী? বাংলা ভাষার তিনজন বরেণ্য আভিধানিক হরিচরণ বন্দ্যোপাধ্যায়, যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি ও জ্ঞানেন্দ্রমোহন দাস৷ তাঁদের মূল্যায়ন করা হয়েছে নতুন করে। ভাষা সাহিত্য আর অভিধান এই তিনটি বিষয়ের একুশটি নিবন্ধ নিয়েই এই গ্রন্থ।