কিসমতপুর হাই স্কুলে ‘হাসি' ক্লাসের অভাবনীয় সাফল্যে হেডস্যারের উৎসাহ বেড়ে গেছে। আর স্যারের উৎসাহ বাড়া মানে নতুন কোনাে আইডিয়ার ঘােষণা আসা। হলােও তাই। স্কুলে নতুন ক্লাস শুরুর ঘােষণা দিলেন তিনি— ‘ভাবনা ক্লাস’। তাঁর যুক্তি, আজকের ছাত্র-ছাত্রীরা যেহেতু আগামীর ভবিষ্যত, তাদের ভাবতেও শিখতে হবে। সুতরাং সপ্তাহে একদিন মেডিটেশন ক্লাস বাধ্যতামূলক। হেডস্যারের কাছে যা মেডিটেশন নবাব স্যারের কাছে তা ‘ঝিম’ মারা। নতুন ক্লাসের উদ্বোধন নিয়ে স্কুলে তােলপাড় শুরু করে দিলেন তিনি। অনুষ্ঠানের নাম দিলেন— ‘ঝিম কনফারেন্স’। সবাই যখন আয়ােজন নিয়ে ব্যস্ত তখনই এক ভােরে স্কুলের দিঘি ‘বিদ্যাসাগরে'র সব মাছ মরে ভেসে উঠল। কে বা কারা পানিতে বিষ মিশিয়ে এই কাজ করেছে! ঝিম কনফারেন্স ফেলে লাবু আর তার বন্ধুরা নেমে পড়ল বিদ্যাসাগর রহস্যের কিনারা করতে। তারা কি পারবে এই রহস্য ভেদ করতে? এই প্রশ্নের উত্তর মিলবে খ্যাতিমান ছড়াকার, সাংবাদিক ও কথাসাহিত্যিক পলাশ মাহবুবের তুমুল জনপ্রিয় সিরিজ ‘লজিক লাবু’র নতুন উপন্যাস 'বিদ্যাসাগরের বুদ্ধির জয়'-তে।