বিতর্ক যুক্তি আর বােধের মুক্ত চর্চা। যুক্তি, তত্ত্ব আর তথ্যের সংমিশ্রনে জ্ঞান লাভের এক অনন্য বাকশিল্প। বিতর্ক চর্চা প্রখর বুদ্ধিমত্তায় শাণিত মেধা ও মননের উদ্দীপক। অন্তরের শুদ্ধতায় মানবিক মূল্যবােধ জাগ্রত করে আলােকিত দেশ গড়ার নান্দনিক প্রয়াস। বিতর্ক চর্চা একজন মানুষকে সৃজনশীল করে তােলে। বিতর্ক মানুষকে যুক্তিবাদী, প্রজ্ঞাবান, দায়িত্বশীল করার মাধ্যম। বিতর্ক মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রতিটি মানুষকে যুক্তিশীল হতে সহায়তা করে। একজন বিতার্কিক কখনােই মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও স্বাধীনতাবিরােধী কোনাে চেতনা লালন করতে পারে না। একজন বিতার্কিক যদি জনপ্রতিনিধি হন যুক্তি চর্চার মান হবে আরাে উন্নত এবং গণতন্ত্রের পথ হবে আরাে সুদৃঢ়। মানুষ নানা সীমাবদ্ধতার মধ্যেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে চায়, চায় নৈতিক মূল্যবােধ ও মানবতার অনুশীলন এবং এই চাওয়াই একজন মানুষকে আলােকিত মানুষ হিসেবে গড়ে তােলে।