বাঙালি জাতির ইতিহাসে বাংলাদেশের উত্থান যেমন গৌরবের, তেমনি ১৯৪৭ সালে ধর্ম পরিচিতির ভিত্তিতে বাঙালির বিভক্তি লজ্জার। ভারত ও পাকিস্তান নামে দুটি দেশে নাগরিক হয়ে যাওয়া বাঙালি নতুনভাবে তাঁদের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতির বিনির্মাণ শুরু করে।
পূর্ববাংলার বাঙালি পাকিস্তান কাঠামোতে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বঞ্চনার শিকার হয়। বাঙালির আত্মপরিচিতির প্রধান বৈশিষ্ট্য ভাষার উপর আঘাত আসার পর ঘুরে দাঁড়ায়। ভাষা আন্দোলন ও সশস্ত্র মক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে। কিন্তু বাংলাদেশের তিনদিকে ঘিরে আছে বাঙালি।
যারা ভারতীয় রাষ্ট্রের নাগরিক। কেউ স্বেচ্ছায়, কেউ বাধ্য হয়ে এই ভারতে বাস করছে। তাঁদের রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা ও সাংস্কৃতিক আচরণ নিয়ে অধিকাংশ প্রবন্ধ রচিত হয়েছে। তারই ধারাবাহিকতায় ভারতের নির্বাচন প্রসঙ্গও এসেছে। যেহেতু রচনাসমূহ পত্রিকায় প্রকাশিত হয়েছে, তার বিরাট অংশ সমসাময়িক ঘটনার আলোকে অতীতকে খুঁজে দেখা। উভয় রাষ্ট্রে বাঙালিরা যে সকল দ্বিধা-দ্বন্ধ এবং মনস্তাত্ত্বিক লড়াইয়ে অবতীর্ণ, তারই কিছু তুলে ধরার চেষ্টা করা হয়েছে।