বাংলা ভাষার সঙ্গে আমাদের নাড়ির টান। এই ভাষায় আমরা কথা বলি। অথচ এই ভাষার কত দিক সম্বন্ধে আমরা ভালভাবে জানি না। আধুনিক ভাষাবিজ্ঞান ভাষার নানান দিক উদ্ঘাটিত করে চলেছে। তার মানে এই নয় যে, সাবেক ভাষাতত্ত্বের যা-কিছু অনুসন্ধান তার সব কিছুই বাতিল হয়ে গেছে। বরং বলতে পারি, ভাষাকে নতুনভাবে দেখার বা বোঝার একটা দৃষ্টিকোণ পাওয়া গেল। এই বইয়ে বাঙালির সেই আপন ভাষার নানা দিক সরল ও মনোজ্ঞ ভঙ্গিতে বর্ণনা করা হয়েছে। বাংলা ভাষার গড়ে ওঠা, এই ভাষার ধ্বনির বৈচিত্র্য ও বৈশিষ্ট্য, শব্দ আর পদের গঠন, বাংলা সিলেবলের কথা, বাংলা বাক্যের সংগঠন, এই ভাষার বিধিবদ্ধতার ইতিহাস—এ সমস্তই নতুন তত্ত্ব আর তথ্যের আলোকে ব্যাখ্যা করা হয়েছে এখানে। পাঠ্য বইয়ে কতকগুলো নিয়মের বাধ্যতা থাকে, ভাষা ও ভঙ্গির মধ্যে থাকে অনভিপ্রেত কাঠিন্য। এই গ্রন্থ তা থেকে সম্পূর্ণ মুক্ত। বাংলা ভাষা যাঁদের চর্চার বিষয়, তাঁরা এখানে লক্ষ করবেন গভীর তাত্ত্বিক বিষয়ের আলোচনাতেও কতদূর পাঠযোগ্যতা থাকা সম্ভব। আর যাঁরা শিক্ষিত পাঠক কিন্তু এ বিষয়ে অদীক্ষিত, তাঁরাও নিজের ভাষাকে নতুন করে চিনে নিতে পারবেন।