বাংলা সাহিত্য পাঠ ও গবেষণার ক্ষেত্রে সাহিত্য সংকলন বা চয়নিকা একটি পরিচিত শাখা। উনিশ শতকের উপনিবেশ বাংলায় সেই শাখা নতুন প্রাণ পেল জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ বাঙালির আত্মপরিচয় পুনর্নির্মাণ প্রচেষ্টার হাত ধরে। বাংলা ভাষাসাহিত্যের ঐতিহাসিক বিবর্তনের ধারাগুলি নথিবদ্ধ করার সেইসব প্রচেষ্টার মধ্যে অগ্রগণ্য দীনেশচন্দ্র সেনের ‘বঙ্গ সাহিত্য পরিচয়’। স্বদেশ ও বহির্বঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত অজস্র দুষ্প্রাপ্য এবং ক্রমবিলুপ্ত সাহিত্যনিদর্শন এই সংকলনে সাজিয়ে দিয়েছিলেন দীনেশচন্দ্র।
বৌদ্ধযুগের বাংলার ধর্মীয় গাথাসমূহ থেকে শুরু করে উনিশ শতকের ধর্মবিবর্জিত বাস্তব জীবনকথা, শাক্ত পদাবলি থেকে বাংলা ভাষায় গীতা অনুবাদের ইতিবৃত্ত— এই বইয়ের দুই মলাটে ধরা আছে সুবিশাল এক কালখণ্ড জুড়ে গড়ে ওঠা বাংলার বিচিত্র ও উর্বরা সাহিত্যসম্ভারের এক পক্ষী-অক্ষি দর্শন।
দুইটি খণ্ড একত্রে মোট ২২৭৮ পৃষ্ঠা এবং ১৪টি প্রাচীন ও দুষ্প্রাপ্য রঙিন চিত্র সম্বলিত এই শোভন আনন্দ-সংস্করণটি সুদৃশ্য ও মজবুত বাঁধাইসহ পাওয়া যাচ্ছে একটি স্লিপকেস-এর ভিতর। বাংলা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে আগ্রহী পাঠক ও গবেষকের অবশ্যসংগ্রহযোগ্য সংকলন।