পাকিস্তান সেনাবাহিনীতে আসার আগে সিদ্দিক সালিক লাহাের বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের প্রভাষক ছিলেন। সাংবাদিকতার সাথেও জড়িত ছিলেন কিছুকাল । পাকিস্তান সেনাবাহিনীতে মেজর হওয়ার পর তিনি সাবেক পূর্ব পাকিস্তানে বদলি হয়ে আসেন প্রাদেশিক সামরিক আইন প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল সাহেবজাদা ইয়াকুব খানের জনসংযােগ অফিসার হয়ে। পরবর্তী সময়ে তিনি লেফটেন্যান্ট জেবেল টিক্কা খান ও লেফটেন্যান্ট জেনারেল এ এ কে নিয়াজির জনসংযােগ অফিসারের দায়িত্ব পালন করেন। বাংলাদেশের জন্মের পর খণ্ডিত পাকিস্তানে তিনি ফিরে যান ভারতপাকিস্তান যুদ্ধবন্দী বিনিময়ের আওতায় এবং তিনি সেনাবাহিনীতে স্বপদে বহাল থাকেন। পরে ব্রিগেডিয়ার হন এবং পাকিস্তানের আরেক সামরিক শাসক প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হকের প্রেস সেক্রেটারি হন। ১৯৮৮ সালের ১৭ আগস্ট প্রেসিডেন্ট জিয়াউল হককে বহনকারী একটি বিশেষ সামরিক বিমান মধ্য আকাশে ধ্বংস হলে প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গী পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে তিনিও প্রাণ হারান।