Authors:
প্রভাতকুমার মুখোপাধ্যায়
প্রভাতকুমার মুখোপাধ্যায়ের জন্ম ১১ শ্রাবণ, ১২৯৯ (২৫ জুলাই ১৮৯২), নদীয়ার রাণাঘাটে। কৈশোর কেটেছে গিরিডিতে। বঙ্গভঙ্গ বিরোধী সভায় যোগদানের জন্য সরকার অনুমোদিত স্কুল থেকে নাম কাটা যায়। পরে অন্য স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাশ করেন। অসুস্থতার জন্য উচ্চশিক্ষায় ছেদ পড়ে। ১৯০৯ থেকে শান্তিনিকেতনে, গুরুদেব রবীন্দ্রনাথের স্নেহচ্ছায়ায়। ১৯২৯-এ শুরু করেন তাঁর জীবনের বৃহত্তম কীর্তি ‘রবীন্দ্রজীবনী’ রচনা। বিশ্বভারতী গ্রন্থাগারটিকে বিশিষ্ট জ্ঞানকেন্দ্রে রূপান্তরিত করায় ও ত্রিশ থেকে চল্লিশ দশকের শান্তিনিকেতনের পারিপার্শ্বিক পল্লী অঞ্চলের উন্নয়নে তাঁর ভূমিকা স্মরণীয়। অজস্র সম্মান, অসংখ্য পুরস্কার। রবীন্দ্রপুরস্কার? ১৯৫৭-তে। বিশ্বভারতীর ‘দেশিকোত্তম’ উপাধি ১৯৬৫-তে। জগত্তারিণী স্বর্ণপদক, আনন্দ পুরস্কার, রবীন্দ্রভারতীর রবীন্দ্রপুরস্কার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট, সাহিত্য আকাদমির রবীন্দ্র-শতবার্ষিকী পুরস্কার, বর্ধমান বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতীর ডি. লিট, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট—এমন অনেক। ১৯৮১-তে পদ্মভূষণ। প্রয়াণ: ৮ নভেম্বর ১৯৮৫।