বই লেখায় আমার হাতে খড়ি ১৯৯৫ সালে। “মনােবিজ্ঞানের ভূমিকা” নামে আমার লেখা প্রথম বইটি প্রকাশিত হওয়ার পর আরও বেশি কিছু বই বের করেছি। আমার লেখা বেশির ভাগ বই মনােবিজ্ঞান সংক্রান্ত পাঠ্য পুস্তক। ১৯৯০ সালে প্রথম মনােবিজ্ঞানের শিক্ষক হিসেবে কর্ম জীবন শুরু করার মধ্য দিয়ে নানা সময়ে মনােবিজ্ঞানের বাংলায় লেখা পাঠ্যবই-এর প্রয়ােজনীয়তা উপলব্ধি করেছি। আর সে কারণেই মনােবিজ্ঞানের উপর বেশি কিছু বই লেখার কাজ করতে হয়েছে। কিন্তু উচ্চ শিক্ষার জন্য উন্নত দেশে থাকার পর আর একটি বিশেষ বিষয়ের উপর লেখার তাগিদ অনুভব করি। তা হলাে গবেষণা বিষয়ক। অবশ্য গবেষণার উপর আমার লেখা পরীক্ষণ "মনােবিজ্ঞান ও গবেষণা পদ্ধতি” বইটি ইতােপূর্বেই প্রকাশিত হয়েছে। কিন্তু গবেষণার সাথে উচ্চতর ডিগ্রির সম্পর্ক ও এদের একাডেমিক সংশ্লিষ্টতা নিয়ে লেখার বিশেষ তাগিদ অনুভব করেছি বার বার। আর তারই ফলশ্রুতিতে “থিসিস ও গবেষণার রূপরেখা”বইটি লেখার কাজে হাত দিয়েছি।