ড. মুনতাসীর মামুনের নাম ঢাকার ইতিহাস চর্চার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। গত দু’দশকে বলতে গেলে তাঁর একক চেষ্টায় ঢাকার ইতিহাস আক্ষরিক অর্থে জনপ্রিয় হয়ে উঠেছে, ঢাকা নিয়ে গবেষণার অনুপ্রেরণা যুগিয়েছে অনেককে। শুদু তাই নয়, ঢাকার ইতিহাসচর্চার প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন ঢাকা নগর জাদুঘর স্থাপন করে। ঢাকা বিষয়ক তাঁর কোষ গ্রন্থ ঢাকা : স্মৃতি বিস্মৃতির নগরী পড়েননি এমন ঢাকা প্রেমিক খুব কমই আছেন। উল্লেখ্য, অনন্যা এই গ্রন্থটির নতুন সংস্করণ প্রকাশ করেছে।
এরই ধারাবাহিকতায় অনন্যা ২০০৩ সালে প্রকাশ করেছে মুনতাসীর মামুনের ঢাকা সমগ্র-১। এবার প্রকাশিত হলো ঢাকা সমগ্র-২। গত দু’দশকে ড. মামুন রচিত ও সম্পাদিত ঢাকা বিষয়ক বেশি কিছু গ্রন্থ প্রকাশিত হয়েছে। এসব গ্রন্থের অনেকগুলি এখন আর ছাপা নেই। তাছাড়া ঢাকা বিষয়ক অনেক বই লেখক নিজেই আর পুনর্মুদ্রণে আগ্রহী নন। সে পরিপ্রেক্ষিতে লেখকের ঢাকা বিষয়ক গ্রন্থ ও রচনা ‘ঢাকা সমগ্র’ শিরোনামে প্রকাশ করার পরিকল্পনা নিয়েছি।
বর্তমান খণ্ডে ড: মামুন রচিত যে সব গ্রন্থ সংকলিত হয়েছে সেগুলি হলো- ঢাকার হারিয়ে যাওয়া ছবির খোঁজে, এই ঢাকায় ঢাকার সাংষ্কৃতিক ইতিহাসের উপাদান।
আমরা মনে করি, ঢাকা প্রেমিকদের মনেই শুধু গ্রন্থটি আগ্রহের সৃষ্টি করবে না, ঢাকা গবেষকদের কাছেও গ্রন্থটি হয়ে উঠবে তথ্যের আকর।