চিত্ত যেথা ভয়শূন্য গ্রন্থটি লেখকের সম্পাদনায় প্রকাশিত সাপ্তাহিক মৃদুভাষণে তার নিয়মিত কলামেরই সংকলিত রূপ। চাকরিসূত্রে দীর্ঘ সময়ের আন্তর্জাতিক অভিজ্ঞতা, দীর্ঘ এক যুগের সক্রিয় রাজনৈতিক তৎপরতা, পাঁচ বছরের মন্ত্রীত্ব এবং দুই বছরব্যাপী বিরোধীদলীয় এমপিত্ব - এ সবই লেখকের জীবনকে করে তুলেছে বর্ণবৈচিত্র্যময়। উপরন্তু তার রয়েছে ঘটনাকে পর্যবেক্ষণ করার এক চমৎকার দৃষ্টিভঙ্গি। সহজাত বিবেচনাবোধ এবং অন্তর্দৃষ্টি দিয়ে তিনি যা দেখেছেন, উপলব্ধি করেছেn, তা-ই তুলে ধরেছেন তার লেখায়। সমকালীন প্রেক্ষাপটে বাংলাদেশসহ বিশ্বব্যাপী রাজনৈতিক ও সামাজিক ঘটনাবলীর যে বিকাশ ঘটেছে, তার সুগভীর বিশ্লেষণ পাঠককে সহজেই আকৃষ্ট করবে। লেখকের ভাষা প্রাঞ্জল, বলার ঢং সাবলীল। ঘটনাসমূহের জটিলতা এবং অর্থনীতির নীরস, আপাত-দুর্বোধ্য বিষয়গুলোকেও তিনি সরস করে উপস্থাপন করেছেন। ফলে বইটি চিন্তাশীল এবং সাধারণ - উভয় শ্রেণীর কাছেই পাঠকপ্রিয়তা পাবে বলে বিশ্বাস।