বাংলাভাষী পাঠকের জন্যে হাতের কাছে কানাডার কবিতা আস্বাদনের মতো কোনো বই এখন পর্যন্ত দুর্লভ। কানাডার কবিদের ইংরেজি ভাষায় রচিত কবিতার একটি আনুপূর্বিক এবং প্রতিনিধিত্বমূলক সংকলনধর্মী অনুবাদের কাজ দুই বাংলা বা বিদেশ, কোথাও এখনও হয়নি এবং সে দুর্ভাগ্যজনক শূন্যতা পূরণের এক ক্ষুদ্র প্রয়াস বর্তমান গ্রন্থটি। কানাডা কনফেডারেশনের সূচনাকাল ১৮৬৭ সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বহুল সংকলিত এবং পাঠকনন্দিত কবিদের উল্লেখ করার মতো কবিতাসমূহ নির্বাচন করে এই অনুবাদকর্মে সন্নিবেশ করা হয়েছে। শ্রেণি নির্বিশেষে পাঠক যেন কানাডীয় কবিদের কবিতার পূর্বাপর পাঠের মধ্য দিয়ে কবিকে জানার পাশাপাশি কানাডীয় কাব্যসাহিত্যের ক্রমবিকাশের ধারা অনুধাবনের সূত্রটি খুঁজে পেতে পারেন, সে চেষ্টাই এ অনুবাদকর্মের প্রধান দিক। কানাডা নামক বিচিত্র বিশাল দেশটির আনুষ্ঠানিক শুরু থেকে বর্তমান পর্যন্ত প্রদেশ, অঞ্চল, সাহিত্যেগোষ্ঠী এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট নির্বিশেষে ইংরেজিভাষী কবি ও কবিতার একটা মোটামুটি চিত্র পাঠক পেতে পারেন এবং কানাডার কবিতা সম্পর্কে ন্যূনতম ধারণালাভের তুষ্টি পাঠক-মনে সঞ্চারিত হতে শুরু করে, এমন একটা অতিভূত অভীপ্সা এই অনুবাদ সংকলনের প্রাথমিক প্রেষণা।