বাংলা সাহিত্যের সর্বকালের স্মরণীয় এক সাধককবি নিশিকান্ত। ছন্দে-ভাষায় বিরল দখল তাঁর, গদ্য-কবিতার ক্ষেত্রেও অগ্রপথিক। প্রথম জীবন শান্তিনিকেতনে, রবীন্দ্র-সান্নিধ্যে; পরবর্তী জীবন অরবিন্দ-আশ্রয়ে, পণ্ডিচেরিতে। নিশিকান্তের জীবন ও সাহিত্যসাধনার এক পূর্ণ পরিচয় এই গ্রন্থে। যাঁর ‘ছন্দ এবং ভাষা কবিত্বের সেরা দরের বাহন’-রূপে প্রতিভাত স্বয়ং রবীন্দ্রনাথের চোখে, ‘ও রকম জাতকবি, ও রকম কবিপ্রতিভা সব দেশেই বিরল’—যাঁর সম্পর্কে এ-উক্তি ছান্দসিক প্রবোধচন্দ্রের, বুদ্ধদেব বসুর মতো জহুরী কাব্য-সমালোচক যাঁর মধ্যে খুঁজে পান সেইসব উপাদান ‘যা দিয়ে বড়ো কবি তৈরি হয়’—সাধককবি সেই নিশিকান্তের জীবন আমাদের অনেকেরই অজ্ঞাত, সাহিত্যকর্ম অনেকক্ষেত্রেই অবজ্ঞাত। অথচ নিশিকান্তকে পুরোপুরি জানতে গেলে তাঁর জীবনী অপরিহার্য, আর, কবি নিশিকান্তকে বিস্মরণ বাংলা সাহিত্যের পক্ষে আত্মবিস্মৃতিরই নামান্তর। এই সংকটেরই উদ্ধার ডালিয়া সরকারের দীর্ঘ পরিশ্রম ও গবেষণাজাত এই গ্রন্থ। রবীন্দ্র-আশ্রম থেকে অরবিন্দ-আশয়, তাঁর উন্মেষ ও উত্তরণ-কবি নিশিকান্তের জীবন ও সৃষ্টিকর্মের আনুপূর্ব এক অনন্য আলোচনা এই গ্রন্থে। সরস, সজীব, নবলব্ধ তথ্যে সমৃদ্ধ।