বেড়াল-কুকুর, বাঘ কিংবা সিংহও পিতার ঔরসজাত, তবু বাবার সঙ্গে সম্পর্ক শুধু মানুষের। পিতৃহৃদয় দিয়ে কি কেবলমাত্র মানুষকেই পাঠিয়েছেন ঈশ্বর? একটা প্রতিকূল ছোটবেলার মধ্যে দিয়ে বড় হয়ে ওঠা চয়নের মনে এই প্রশ্নটাই সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। ‘বাবা’ শব্দটার সঙ্গে জড়িত খারাপ স্মৃতিগুলোকে সে মুছে দিতে চায় নিজের সন্তানের স্নেহময় পিতা হয়ে। কিন্তু সেই সন্তানের মধ্যে যখন দেখতে পায় নিজেরই বাবার ছায়া? একটা দুঃসহ অতীত যখন বর্তমানকেও গ্রাস করতে এগিয়ে আসে? জীবনসংগ্রামের শরিক মা, সৎ এবং সোজাসাপটা জীবনসঙ্গিনী ঝুমা, মুহূর্তের জন্য জীবনে এসে পড়া শতভিষা কিংবা বস থেকে অভিভাবক হয়ে ওঠা ব্রিজলাল, সবাইকে ছাপিয়ে পূর্বপুরুষ আর উত্তরপুরুষেরমাঝখানে হৃদয়ের অব্যক্ত ক্ষত নিয়ে পাক খেতে থাকে চয়ন ।সেই ক্ষত কীভাবে ভালবাসায় রূপান্তরিত হয় তারই এক অনবদ্য আখ্যান বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের এই আদ্যন্ত কৌতূহলকর টানটান উপন্যাস, পিতা এবং সন্তান যেখানে পরস্পরের আয়না।