দেশপ্রেমের অগ্নিমন্ত্রে উদ্বুদ্ধ এক ঝাঁক তরুণ দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিল। ওদের সম্বল ছিল কেবলই দুর্দমনীয় সাহস আর স্বপ্ন। জীবনবাজি রেখে ওরা বিভিন্ন অপারেশনে অংশ নেয়। রক্ত-অশ্রু, মৃত্যু-ধ্বংসের মাঝেও ওরা এলাকার মানুষকে স্বাধীনতার পক্ষে জাগিয়ে রেখেছিল। নিভতে দেয়নি স্বদেশপ্রেমের দীপশিখাটি। এই স্বপ্নবান তরুণরা অধিকাংশই গ্রামের মানুষ, মেহেরপুর জেলার সীমান্তবর্তী গ্রামগুলির কৃষক পরিবারের সন্তান। ওদের দেশপ্রেম, দুঃসাহসিক অভিযান, স্বপ্ন, আবেগ, কাতরতার কথা কে-ইবা মনে রেখেছে! বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে ওদের কী ঠাঁই হয়েছে? না, ইতিহাসের পাতায় ওদের ঠাঁই মেলেনি। অথচ একাত্তরের মুক্তিযুদ্ধে এই তরুণরাই ছিলো সবচেয়ে বেশি সক্রিয়। ওদের সাহস আর স্বপ্নের কাছে পরাস্ত হয়েছে পরাক্রান্ত প্রতিপক্ষ। একাত্তরে মুক্তিযুদ্ধে যাওয়া এক তরুণ, যার বর্তমান বয়স পঁয়ষট্টি, স্মৃতির ধূসর পাতা থেকে ধূলিমালিন্য সরিয়ে ইতিহাসের অনালোচিত বিষয়-আসয় মেলে ধরেছেন এই বইয়ে। বইটিকে ইতিহাসের বই না বলে, স্মৃতিকথা বলাই যুক্তিসঙ্গত।