উনসত্তরের গৌরবময় গণঅভ্যুত্থান আমাদের জাতীয় জীবনের এক অনন্য ঘটনা। সেই উত্তাল সময়ে দেশজুড়ে ছড়িয়ে পড়েছিল আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ; শহরে-বন্দরে, গ্রামে-গ্রামান্তরে উপনিবেশবাদী পাকিস্তানি শাসন ও শােষণের বিরুদ্ধে গণমানুষের অভূতপূর্ব জাগরণ শাসকগােষ্ঠীর সিংহাসনের ভিত্তিমূলকে কাপিয়ে দিয়েছিল। এর আগে ছয়দফা ও স্বায়ত্তশাসনসহ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বহুবিধ আন্দোলন এই ভূখণ্ডের অধিবাসীদের ক্রমশই বৃহত্তর সংগ্রামের জন্য প্রস্তুত করে তুলেছিল। লক্ষ-কোটি মানুষ। তাদের চেতনাকে শানিত করে ক্রমে মিলেছিল উনসত্তরের ঊর্মিমুখর মােহনায়। আর এ তাে ছিল সশস্ত্র একাত্তরেরই রণপ্রস্তুতি। বীরসাজে সজ্জিত হওয়ার সূচনাপর্ব। সেলিনা হােসেনের লেখা 'উনসত্তরের গণঅভ্যুত্থান’ সেই আগুনঝরা দিনগুলাের এক নিখুঁত আলেখ্য। আমাদের গর্ব ও গৌরবের এই ইতিবৃত্ত আগামী প্রজন্মের চেতনায় নিঃসন্দেহে উদ্দীপক ও প্রেরণাসঞ্চারী ভূমিকা পালন করবে।