১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতীয় বিমানবাহিনী পূর্বাঞ্চলীয় সেক্টরে IAF-এর অপারেশনের দায়িত্ব পালন করেছিল। যুদ্ধের প্রথম দিন থেকে ঢাকার উপর IAF-এর আক্রমণের অগ্রগতি ও কার্যকলাপের বিবরণ সংস্থাটি প্রতিদিন সরবরাহ করেছিল এবং সবশেষে ঢাকার গভর্নর হাউজের উপর আক্রমণ করেছিল। ১৯৭১ সালের আকাশ যুদ্ধের এই বাহিনী IAF পাইলটদের প্রথম ব্যক্তির বর্ণনা দ্বারা সমৃদ্ধ হয়েছে, যা শুধু কৌশলগত বিশেষজ্ঞ, সামরিক পরিকল্পনাকারী ও বিমান পরিবহন বিশেষজ্ঞদের আকৃষ্টই করেনি, বরং অপেশাদার পাঠকদেরও প্রলুব্ধ করেছে। পাকিস্তানি সেনা অধিনায়কের কিছু কথা যুদ্ধের দিনগুলাে এবং রাতগুলােতে আমি এবং আমার লােকজন কোনাে রকম বিশ্রাম নিতে পারিনি, তােমাদের এয়ারফোর্সকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রায়ই আমাদের কোয়ার্টার বদল করতাম, হালকা ঘুম ও বিশ্রামের জন্য একটা নিরাপদ স্থান খোজার চেষ্টা করতাম, যাতে আমরা যুদ্ধ চালিয়ে যেতে পারি। কিন্তু আমরা সেটা কখনােই করতে পারিনি। লে. জে. এ.এ. কে নিয়াজী কমান্ডার, পাকিস্তানি ফোর্স পূর্ব পাকিস্তান।