জীবনে চলার পথে মানুষ কত কিছু পায়, কত কিছু হারায়। মানুষ স্বপ্ন দেখে কিছু স্বপ্ন অধরা-অপূর্ণই থেকে যায়। তেমনি এক স্বপ্নের নাম প্রেম। প্রেমের উপস্থিতি জীবনকে সূর্গ বানায় যেমন, অনুপস্থিতি তেমনি বিরান করে নেয় জীবনকে। মিলন-বিরহের সুখ-দুঃখ কোনাে কোনাে মানুষকে আবিষ্ট করে রাখে।
তারই রেশ ধরে জীবনের বাঁকে বাঁকে প্রেমিককে হারানোর ব্যথা তাঁকে ব্যথাতুর করে। বিচ্ছেদের যন্ত্রণাকে শক্তি ভেবে একই এগিয়ে চলে জীবনের পথে, আবার কখনাে তারই সঙ্গে মিলনের আকুতি ঝড়ে পরে কবিতার পঙক্তিতে, ছন্দে। কখনােবা বিরহিনী ধারণ করে রুদ্রমতি এই আপাত বৈপরীতের মেলবন্ধন এক সরল ভরা বিশিষ্টতা যুক্ত করে নির্মাণ করেছে কাব্য ভাষা, যা কবির একান্ত নিজস্ব। এছাড়া ও কবিতায় অনুষঙ্গ হিসেবে উঠে এসেছে সামজিক এবং পারিবারিক নানান বৈষম্যের কথা, অবিচারের আখ্যান। কবি এখানে অনড়, অবিচল। এ বইয়ের গদ্যধর্মী নির্মোদ ভাষাশৈলী পাঠককে দুর্জ্ঞেয় হতবুদ্ধিতা থেকে সরিয়ে নিয়ে যাবে সরল সত্যের দিকে। জীবনোচ্ছাসের দিকে। চিরন্তন প্রেম এই কাব্যের বৈশিষ্ট।