বক্সিং রানি মেরি কম। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন এবং ২০১২-র অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী। সেই প্রথমবার মহিলাদের বক্সিং অলিম্পিক ক্রীড়ায় অন্তর্ভুক্ত হয়।উত্তর-পূর্ব ভারতে অবস্থিত মণিপুর রাজ্যের ভূমিহীন খেতমজুর মা-বাবার কন্যা মেরি। অন্তহীন লড়াই আর বক্সিং-প্রেমে অনন্য তাঁর জীবনকাহিনি। শৈশব থেকেই কঠিন পরিশ্রমের কারণে মেরির শরীর ছিল ট্রেনিং-নেওয়া ক্রীড়াবিদের মতো। আর ছিল তাঁর প্রবল ইচ্ছাশক্তি এবং অদম্য মনোভাব। বক্সিং রিং ছিল মেরির আপন রাজত্ব।মেরি কম খেলা ছাড়েননি এখনও। বর্তমান আত্মজীবনীতে তিনি অকপটে বলেছেন নিজের সবকিছু। কখনও কঠিন শৈশব, কখনও বিদ্রোহী মনের কথা। আবার কখনও-বা উঠে এসেছে বিবাহ-প্রস্তাব পাওয়ার চির-আশ্চর্য গল্পটিও। পুরুষশাসিত বক্সিং-জগতে কীভাবে মেরি নিজের জায়গা করে নিয়েছিলেন, সে-কাহিনি অসামান্য। মেরি কমের গল্প এক অসাধ্যসাধনের গল্প। পুরুষ-বিশ্বের সমস্ত প্রতিকূলতা সামলে এক নারীর আত্মপ্রতিষ্ঠার খেলা সহজ নয়। লড়েছেন এবং এই খেলায় মেরি জিতেছেন।