অজন্তা এক বিস্ময়কর কীর্তি। শিল্পী, পুরাতত্ত্ববিদ, শিল্পের ইতিহাস নিয়ে আগ্রহী ব্যক্তিবর্গের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও কতকাল ধরে অজন্তা একইরকম আকর্ষণীয়। ভগিনী নিবেদিতা অজন্তা পরিদর্শন করেন ১৯০৯ সালের ডিসেম্বর মাসে। মুগ্ধ ও বিশ্লেষণী মন নিয়ে এরপর তিনি লেখেন The Ancient Abbey of Ajanta নামে একটি সুদীর্ঘ প্রবন্ধ। ১৯১০ সালে দ্য মডার্ন রিভিউ পত্রিকায় ধারাবাহিকভাবে সেটি প্রকাশিত হয়। ভারতীয় ভাস্কর্যে গ্রিক, গান্ধার প্রভাব এবং অজন্তার চিত্র, স্থাপত্য ও শিল্পকীর্তি সম্পর্কে অপূর্ব আলোচনায় সমৃদ্ধ সেই রচনা। প্রবন্ধটি ১৯১৫ সালে প্রকাশিত ‘ফুটফলস্ অফ্ ইন্ডিয়ান হিস্ট্রি’ গ্রন্থে সংকলিত হয় সচিত্ররূপে। অজন্তাচর্চার প্রারম্ভিক পাথেয় হিসেবে ভগিনী নিবেদিতার এই রচনা অতি মূল্যবান। আনন্দ থেকে প্রকাশিত ভগিনী নিবেদিতার ‘অজন্তা’ গ্রন্থে নিবেদিতার অজন্তা সম্পর্কিত অসামান্য লেখাগুলির সঙ্গে প্রসেনজিত্ দাশগুপ্ত এবং সৌম্যেন পাল সংযোজন করেছেন চিত্র, প্রাসঙ্গিক চিঠিপত্র, প্রয়োজনীয় টীকা। ভারতপ্রেমী নিবেদিতার ভারতীয় শিল্প সম্পর্কে গভীর শ্রদ্ধার নিদর্শন এই গ্রন্থটি অবশ্যই সংগ্রহযোগ্য।